কাদিরদিয়া প্রাথমিক বিদ্যালয় 1996 সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে মোট জমির পরিমান 33 শতাংশ। বিদ্যালয়টিতে 1টি আধাপাকা ও 1টি পাকা ভবন রয়েছে। 1নং ভবনটি আধাপাকা, দই কক্ষ বিশিষ্ট। ইহা 1996 সালে নির্মিত হয়। 2নং পাকা 4 কক্ষ বিশিষ্ট, 2012-2013 অর্থ বছরে নিমির্ত হয়। দুইটি টয়লেট আছে একটি, একটি বর্তমানে অকেজো, 1টি নলকুপ আছে, যা বর্তমানে অকেজো।
উচিৎপুরা ইউনিয়নে কাদিরদিয়া গ্রামটি একটি অবহেলিত ও পিছিয়ে পড়া েএকটি গ্রাম, গ্রামের ছেলে মেয়েদের লেখা পড়ার সুবিধার্থে গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গ্রাম বাসী দীর্ঘদিন যাবৎ সকল সরকারের নিকট দাবী করে আসছিলেন। পরবর্তীতে 1996 সালে তৎকালিন সরকারের আমলে একটি দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ভবন নির্মান করে একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। 2012-2013 অর্থ বছরে জননেত্রী শেখ হাসিনা সরকার 2013 সালের পহেলা জানুয়ারী থেকে বিদ্যালয়টি জাতীয়করন করেন।
বতর্মান পরিচালনা কমিটির সদস্য 11 জন
1। মোঃ শারজাহান ভুঞা, সভাপতি।
2।আঃ বাতেন, সহ সভাপতি।
3। ডাঃ আঃ হালিম, সদস্য।
4। মোঃ রব মিয়া, সদস্য।
5। আবুল হোসেন, সদস্য।
6। মোঃ বেলায়েত হোসেন, সদস্য।
7। মোঃ রফিকুল ইসলাম, সদস্য।
8। মোঃ অহিদুল ইসলাম, সদস্য।
9। মোসাঃ মানছুরা, সদস্য।
10। উম্মে কুলসুম, সদস্য।
11। হোসনেয়ারা, সদস্য সচিব।
2009 সালে নাই
2010 সালে নাই
2011 সালে নাই
2012 সালে পাশের হার 100%
2013 সালে পাশের হার 100%
বিগত তিন বছরে কোন শিক্ষাবৃত্তি নাই
বিগত 2 বছরে পাশের হার 100 %
শিক্ষার মান উন্নয়নে এ শিক্ষা কমিটি ও শিক্ষকদের আপ্রাণ চেষ্টা। শিক্ষাবৃত্তি অজনে উদ্যোগ গ্রহন।
আড়াইহাজার উপজেলা সদর হইতে 9 কিলোমিটার পূর্ব দক্ষিনে উচিৎপুরা জাঙ্গালিয়া রোডের পাশে অবস্থিত। এখানে যে কোন যানবাহন চলাচল করা যায়।
1ম শ্রেণী 1জন
2য় শ্রেণী 1। ছাদিয়া, 2। নাজমিন, 3। ফারুক
3য় শ্রেণী 1। লোকমান, 2। কারিমা, 3। বেলয়েত,
4র্থ শ্রেণী 1। মাছুমা, 2। আছমা, 3 তাকমিনা,
5ম শ্রেণী 1। মারিয়া, 2। লিমা, 3। জেসমিন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস