কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
উচিৎপুরা ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে মেঘনার শাখা নদী, এই নদী দিয়ে আগেরকার দিনের লঞ্চ, বড় বড় পাল তোলা নৌকা বয়ে যেতো, বর্তমানে উক্ত নদীর মাঝে জাঙ্গালিয়া ব্রীজ ও উচিৎপুরা ব্রীজ থাকায় লঞ্চ চলাচল বন্ধ রহিয়াছে। নদীর পাড়ে রয়েছে দুইটি ঐতিহ্যবাহী বাজার, বাজার দুটি হলো জাঙ্গালিয়া বাজার ও উচিৎপুরা বাজার, উক্ত বাজার গুলিতে ব্যবসায়ীরা তাহাদের মালামাল নৌ-পথে আনা নেওয়া করে। নদীর পারে রয়েছে বাড়ৈপাড়া, জাঙ্গালিয়া, ছোট বালাপুর, আলীসাদী, রায়পুরা ও উচিৎপুরা গ্রাম, মনোরম প্রাকৃতিক পরিবেশের এক অপরুপ শোভা মেঘনার শাখা নদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস