আতাদী উচ্চ বিদ্যালয়, গ্রাম আতাদী, পোঃ সুলতানসাদী,
ইউনিয়ন উচিৎপুরা, উপজেলা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ।
স্থাপিতঃ 2002 ইং, স্কুল কোডঃ 2599, ইন নং- 112316
এমপিও ভূক্তি 01-05-2010
ভবন সংখ্যাঃ 07টি, পাকা 02টি, সেমিপাকা(টিনের ঘর) 5টি।
এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ কর্তৃক 2002 প্রতিষ্ঠিত হয়। 2010 সালে এমপিও ভূক্ত হয়। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অত্র এলাকার, গরীভ মেধাবী ছাত্র/ছাত্রীদের প্রায় বিনামূল্যে জ্ঞানের আলো বিতরন করে আসছে। এই প্রতিষ্ঠান টি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার উচিৎপুরা ইউনিয়নের আতাদী গ্রামে অবস্থিত। অত্র প্রতিষ্ঠান থেকে 2013 সালে জেএসসিতে 03 তিন জন এবং 2014 এস এস সিতে 08 আট জন জিপিএ-5 পেয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস