33নং জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রাম জাঙ্গালিয়া, পোঃ নয়নাবাদ,ইউনিয়ন উচিৎপুরা, উপজেলা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ। ক্লাষ্টারঃ শম্ভুপুরা, স্থাপিতঃ 1940 ইং, জাতীয়করণঃ 1973ইং EMIS Code: 311041103 ভবন সংখাঃ 03 টি, শ্রেণী কক্ষঃ 06টি শিক্ষক সংখ্যাঃ 10 জন, কর্মরতঃ 10 জন, অনুপস্থিতি নাই। শিক্ষার্থীঃ 625 জন। চৌচাগারঃ নাই। টিউবওয়েলঃ 01টি, ভাল। জমির পরিমানঃ 12.5 শতাংশ।
জাঙ্গালিয়া গ্রামের গণ্যমান্য ব্যক্তি আকবর খান, আব্বাস খান, সাইজ উদ্দিন প্রাধান, ফজর আলী প্রধান প্রমূখের উদ্দ্যেগে ঈদু বেপারির দান করা জমির উপর 1940 সালে একটি টিনের চালা ঘর দিয়ে স্কুলটির যাত্রা শুরু হয়। 1973 সালে জাতীয়করন করা হয়। 1976 সালে একটি টিন সীট একচালা ঘরে পরিণত হয়। 1992 সালে দক্ষিন দিকে একটি টিনসীট ভবন নির্মিত হয় যা 01ন ভবন হিসাবে পরিচিত। বর্তমানে এটি জরাজীর্ণ। 2001 সালে উত্তর দিকে 02 কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মিত হয় যা 02নং ভবন হিসাবে পরিচিত। 2006 সালে পশ্চিম দিকে PEDP-3 এর অধীনে 02 কক্ষ বিশিষ্ট 01টি ভবন নির্মিত হয়। এটি 03 নং ভবন হিসাবে পরিচিত। ইহা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার 10নং উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত। উপজেলা সদর থেকে দূরত্ব 13 কিলোমিটার।
সদস্য ১১ জন মহিলা ৪ জন, অনুমোদনের তারিখ ২৯-১০-২০১৩ইং। মেয়াদ ০৩ বছর, প্রশিক্ষন নাই।
সাল ডি,আর, ভুক্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা অংশগ্রহনকারীর সংখ্যা পাশের সংখ্যা পাশের হার বৃত্তিপ্রাপ্তির সংখ্যা
সাল | ডি,আর, ভুক্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা | অংশগ্রহনকারীর সংখ্যা | পাশের সংখ্যা | পাশের হার | বৃত্তিপ্রাপ্তির সংখ্যা |
২০০৯ | ৫৫ | ৫১ | ৪৫ | ৮৮% | ৭ জন |
২০১০ | ৬১ | ৫৭ | ৫৭ | ১০০% | ৪ জন |
২০১১ | ৭০ | ৬৯ | ৬৯ | ১০০% | ৪ জন |
২০১২ | ৫৯ | ৫৯ | ৫৯ | ১০০% | ৪ জন |
২০১৩ | ৯৯ | ৯৯ | ৯৯ | ১০০% | ৪ জন |
উপবৃত্তি প্রাপ্ত: মোট ২৬৩- ছাত্রী ১৫৫
১০০% ভর্তি, ১০০% পাশ, ঝরে পড়া রোধ ইত্যাদি।
সুন্দর ো মনোরম পরিবেশে মানসম্মত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আদর্শ বিদ্যালয়ে পরিণত করা।
সড়ক পথ। সুগম
1ম ‡kÖYx 2q †kÖYx 3q †kªYx 4_© 5g 1| BgwZqvR Avn¤§` BdwZ 1| Zvevmmyg miKvi cÖfv 1| dvj¸wb f’Bqv 1| mvB` nvQvb wmqvg 1| mvwgi nvQvb wbie 2| †gvt ivRb 2| bIwib miKvi †bnv 2| ¯^b©v Avjg 2| mvw`Kv Rvnvb Avbbyi 2| mvjvDwÏb Avn‡¤§` 3| mygvBqv Av³vi 3| BwZ gwb 3| BmgvBj f’Bqv 3| gvwnb Avnv‡¤§` 3| dvwinv Avjg Zvbnv 4| wgg Av³vi 4| bqbv Av³vi 4| bvw`qv Av³vi 4| Avwgbyj nK ivwgg 4| Avdwib myjZvbv FZz
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস