৩৬ নং আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচিৎপুরা ইউনিয়নে আতাদী গ্রামে ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টিতে মোট জমির পরিমাণ ১৫২.৫ শতাংশ। এতে ৩টি ভবন আছে। ২টি পাকা ও ১টি আধাপাকা। ১নং ভবনটি ১৯৭৯ সালে নির্মিত। যা বর্তমানে অকেজো, ২নং ভবনটি ২০০৪ সালে ও ৩নং ভবনটি ২০০৮/২০০৯ অর্থ বছরে নির্মিত। বিদ্যালয়ে ৩টি শৌচাগার ও ১টি টিউবওয়েল আছে। বিদ্যালয়ের পূর্বপার্শ্বে সীমানা প্রাচীর আছে। বিদ্যালয়ে প্রায় ১০০ শতাংশের ১টি পুকুর আছে। বিদ্যালয়ের সামনে ১টি খেলার মাঠ ও ফুলের বাগান আছে।
বিদ্যালয়টি ১৯৪৫ সালে আতাদী গ্রামের শিক্ষকনুরাগীজনগণ দ্বারা প্রতিষ্ঠিত হয়। ১৯৭৪ সালে বিদ্যালয়টি জাতীয় করণ করা হয়। ১৯৭৯ সালে ১৪ জন ভূমিদাতা বিদ্যঅলয়ের নাম ১৫২.৫ শতাংশ জায়গা দান করেন। |
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সংখ্যা ১১ জন
১। নাজিম উদ্দিন মোল্যা, সভাপতি
২। মোঃ আফানুর হক মিয়া, সহ সভাপতি
৩। মাহবুবুর রহমান মোল্লা, সদস্য
৪।জরিনা বেগম, সদস্য
৫। সুফিয়া বেগম, সদস্য
৬। দুলাল রায়, সদস্য
৭। আঞ্জুমানারা বেগম, সদস্য
৮। মোঃ ওয়াহিদ মিয়া, সদস্য
৯। মোঃ ডালিম মোল্লা,
১০। মোহাম্মদ আলী, সদস্য
১১। লুৎফুন্নাহার, সদস্য সচিব
২০০৯ সালে পাশের হার ৮৪%
২০১০ সালে পাশের হার ৯৫%
২০১১ সালে পাশের হার ১০০%
২০১২ সালে পাশের হার ১০০%
২০১৩ সালে পাশের হার ১০০%
বিগত ৩ বছরে বিদ্যালয়ে কোন শিক্ষা বৃত্তি নেই। |
বিগত ৩ বছরে পাশের হার ১০০%। |
শিক্ষার মান উন্নয়নে এ শিক্ষা কমিটি ও শিক্ষকদের আপ্রাণ চেস্টা। শিক্ষাবৃত্তি অর্জনে উদ্যোগ গ্রহণ। |
আড়াইহাজার উপজেলা সদর হইতে ০৯ কিলোমিটার দক্ষিণে পাকা রাস্তায় যে কোন যানবাহনে চলাচল করা যায়। |
১ম শ্রেণিঃ ১। ২য় শ্রেণিঃ ১। তাহিরা মাহবুব, ২। সায়মা আক্তার, ৩। আহসান উল্লাহ ৩য় শ্রেণিঃ ১। আইমানুর হক, ২। নুসররাহ জাহান, ৩। রোমান আক্তার, ৪র্থ শ্রেণিঃ ১। মেহেদী হাসান, ২। আছিয়া আক্তার, ৩। আকিব মিয়া, ৫ম শ্রেণিঃ ১। মাকসুদুর রহমান ইমন, ২। তানজিলা নাওশিন সেতু, ৩। রিয়া আক্তার |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস