কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
উচিৱপুরা ইউনিয়নটি ১৯৬২ সালে গঠিত হয়। উক্ত ইউনিয়নটি পূর্বে মাহমুদপুর ইউনিয়ন নামে পরিচিত ছিল। পরবর্তীকালে মাহমুদপুর হইতে ভাগ হয়ে উচিৎপুরা ইউনিয়ন নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয়। যাহা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলাধীন 10নং উচিৎপুরা ইউনিয়ন পরিষদ নামে পরিচিত। উক্ত ইউনিয়নে 09 টি ওয়ার্ড, 17 টি মৌজা, 19 গ্রাম নিয়ে গঠিত। গ্রাম গুলো হলো, 01। দাসিরদিয়া, 02। টেগুরিয়াপাড়া, 03। পূর্ব আতাদী, 04। পশ্চিম আতাদী, 05। শীতারাম কান্দী, 06। শ্রীপতিরচক, 07। ভৈরবদী, 08। উচিৎপুরা, 09। বিজয়নগর ব্যাপারীবাড়ী, 10। বিজয়নগর চকেরবাড়ী, 11। বিজয়নগর দড়িগাও, 12। রায়পুরা, 13। কাদিরদিয়া, 14। আলীসাদী, 15। ছোটবালাপুর, 16। গুরুবদী, 17। জাঙ্গালিয়া, 18। রামপুর, 19। বুরুমদী, 20। জাঙ্গালিয়া চেঙ্গাকান্দীপাড়া, 21। বড় বৈড়পাড়া নিয়ে ইউনিয়টি গঠিত হয়েছে। উক্ত উচিৎপুরা ইউনিয়নের পূর্বে মেঘনা শাখা নদী ও খাগকান্দা ইউনিয়ন, পশ্চিমে হাইজাদী ইউনিয়ন, উত্তরে মাহমুদপুর ইউনিয়ন এবং দক্ষিনে সোনারগাও উপজেলার বারদী ইউনিয়ন অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস