উচিৎপুরা ইউনিয়নের খাদ্য উৎপাদনের তালিকা নিম্নরুপঃ
1। ইউনিয়ন: উচিৎপুরা।
2। ইউনিয়নের মোট আয়তন: 09 ব: কি:মি।
3। ইউনিয়নের মোট জনসংখ্যা: ক) পুরম্নষ: 12,355 জন।
খ) মহিলা: 11,222 জন।
মোট: 23,577 জন ।
4। ক) খাদ্যের চাহিদা (বার্ষিক): 3.89 মে: টন।
খ) খাদ্য উৎপাদন : 3.798 মে: টন।
গ) খাদ্য শস্য : ঘাটতি: 1.99 মে: টন।
5। মোট কৃষক পরিবার: ক) ভুমিহীন চাষী 806 জন।
খ) প্রান্তিক চাষী 1610 জন।
গ) ক্ষুদ্র চাষী 715 জন।
ঘ) মাঝারী চাষী 108 জন।
ঙ) বড় চাষী 09 জন।
মোট কৃষক পরিবার 3248 জন।
6। ইউনিয়নের মোট জমির পরিমান : ক) আবাদী জমি : 705 হে:
খ) জলাশয় : 21 হে:
গ) স্থায়ী পতিত : 10 হে:
ঘ) বসত বাড়ী : 125 হে:
ঙ) ফল বাগান : 05 হে:
চ) বন : 04 হে:
7। জমির ব্যবহার :
*) নিট ফসলী জমি: 705 হে: ।
ক) এক ফসলী জমি: 150 হে: ।
খ) দুই ফসলী জমি: 810 হে: ।
গ) তিন ফসলী জমি: 450 হে: ।
মোট ফসলী জমি: 1410 হে: ।
8) সেচের আওতাধীন জমি: 620 হে: ।
ক) গভীর নলকুপ: 00 টি।
খ) অগভীর নলকুপ: 81 টি।
গ) এল,এল,পি : 02 টি।
9) কৃষি যন্ত্রপাতির সংখ্যা:
খ) পাওয়ার টিলার: 23 টি।
ঘ) থ্রেসার : 04 টি।
10) বি,সি,আই,সি সার ডিলার: ০১ জন।
11) বি,এ,ডি,সি বীজ ডিলার: ০১ জন।
12) খুচরা সার বিক্রেতা: ০৯ জন।
13) আই,পি,এম ক্লাব: ০৫ টি।
14) ইউনিয়নে বস্নকের সংখ্যা: ০2 টি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস